স্বাস্থ্য কথা

ঔষধি গুণসম্পন্ন মুরগি কাদাকনাথ


প্রকাশিত : বুধবার, ২০২২ এপ্রিল ২০, ০৩:০৩ অপরাহ্ন
0
বর্তমান প্রতিদিন ডেস্ক: কালো মুরগি, শুনলে মনে হয় এ আর নতুন কি! দেশে অনেক কালো রঙের মুরগি আছে। কিন্তু এ কালো সে কালো নয়, এই মুরগির সব কিছুই কালো-- মাংস, হাড়, তবে ডিম নয়। এই আদি জাতের মুরগির নাম কাদাকনাথ। ভারতের মধ্যপ্রদেশ থেকে এসেছে আমাদের বাংলাদেশে। সবচেয়ে মজার তথ্য হলো এই মুরগির মাংস এবং ডিমে রয়েছে ঔষধি ক্ষমতা। অন্যান্য মুরগির তুলনায় কাদাকনাথের মাংসে চর্বি নেই বললেই চলে, বরং আছে প্রচুর আমিষ ও ভিটামিন। বিশেষজ্ঞদের মতে, ভায়াগ্রা বা সিলডেনাফিল সাইট্রেট যা মূলত মানবদেহের হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে ভ্যাসোডাইলেটর হিসেবে কাজ করে এবং কাদাকনাথ মুরগির ম্যালালিন পিগমেন্ট মানবদেহের মতোই। কাদাকনাথ মুরগির মাংস নারী রোগ চিকিৎসায়ও অদ্বিতীয় কার্যকরী ভূমিকা রাখে। বিশেষ করে নারীর ম্যানোক্সেনিক অর্থাৎ অস্বাভাবিক রজঃস্রাব ,নিয়মিত গর্ভপাত ) ও বন্ধ্যাত্ব জনিত রোগে। কাদাকনাথ মুরগির ডিম বিশেষ করে বৃদ্ধ বয়সের লোকজন যারা উচ্চ রক্তচাপে ভোগেন ঠিক তাদের জন্য কাদাকনাথ মুরগির ডিম খুবই পুষ্টি সমৃদ্ধ উপকারী খাদ্য। কাদাকনাথ মুরগির ডিমে খুবই যৎসমান্য পরিমাণে ফ্যাট ও ক্লোস্টেরল,পর্যাপ্ত পরিমাণ এমাইনোএসিড যা অন্যান্য পাখির ডিম থেকে বেশি মাত্রায় রয়েছে। কাদাকনাথ মুরগির ডিম মারাত্মক মাথা ব্যথা রোগে মহিলাদের প্রসব পরবর্তী মাথা ব্যথা , দুর্বল চিত্তের , এজমা ও নেফ্রাইটিস অর্থাৎ ক্রোনিক বা তীব্র প্রকৃতির কিডনি ব্যথা জনিত চিকিৎসায় ব্যবহৃত হয়। কাদাকনাথ মুরগির মাংসে মেডিসিনাল ভ্যালু অদ্বিতীয়। বিশেষ করে হোমিওপ্যাথি চিকিৎসায় ও নার্ভাস ডিসফাংশনে ) কাদাকনাথ মুরগির মাংসের কার্যকারিতা লক্ষণীয়। ভারতের মধ্যপ্রদেশের উপজাতি সম্প্রদায়ের লোকজন কাদাকনাথ মুরগির রক্ত মানুষের ক্রোনিক রোগের চিকিৎসায় ব্যবহার করে এবং কাদাকনাথ মুরগির মাংসে কামোদ্বীপক বস্তু রয়েছে। কাদাকনাথ মুরগির মাংসের উপকারিতা: কাদাকনাথ মুরগির মাংসে উচ্চ মাত্রার পুষ্টিগুণ ও অন্যান্য দেশীয় মুরগি থেকে বেশি পরিমাণে প্রোটিন রয়েছে। অধিক মাত্রায় প্রোটিন ,২৫ % যা অন্য যে কোন পাখির মাংস থেকে বেশি। যৎসমান্য পরিমাণে ফ্যাট ০.৭৩ – ১.০৫ মিগ্রা মাত্র, যা অন্যান্য যে কোন পাখির মাংস থেকে অনেক কম পরিমাণে। কাদাকনাথ মুরগির মাংসে ভিটামিনবি১, ভিটামিনবি২, ভিটামিনবি৬,ভিটামিনবি১২, ভিটামিন-সি,ভিটামিন-ই,নায়াসিন,প্রোটিন,ফ্যাট,ক্যালসিয়াম,ফসফরাস, আয়রন, নিকোটিনিক এসিড ইত্যাদি অন্যান্য পাখির মাংস থেকে পর্যাপ্তমাত্রায় রয়েছে। উচ্চ লেভেলের ১৮ টি অত্যাবশ্যকীয় এমাইনোএসিড যার মধ্যে ৮ টি ক্রিটিক্যাল এমাইনোএসিড সহ গুরুত্বপূর্ণ হরমোন রয়েছে যা মানবদেহের জন্য প্রয়োজনীয়। :
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video