আন্তর্জাতিক

ছেলে কোটিপতি সুপারস্টার, বাবা এখনও বাসচালক

বর্তমান প্রতিদিন bartoman pratidin
প্রকাশিত : শনিবার, ২০২২ Jun ১৮, ০১:৪৮ অপরাহ্ন

বর্তমান প্রতিদিন ডেস্ক:

ভারতের কর্ণাটকের একটি ছোট্ট জেলায় জন্ম হয়েছিল তার। গরিব পরিবারের ছেলে হিরো হতে চান। তার জন্য মাঝপথেই ছেড়ে দেন পড়া-লেখা। তিনি অবশ্য এখন সফল একজন অভিনেতা। কেজিএফ মুক্তি পাওয়ার পর রাতারাতি সুপারস্টার হয়ে যান যশ।

বর্তমানে প্রায় ৬০ কোটি টাকার মালিক সুপারস্টার যশ। তবে একটি তথ্য অনেকেরই অজানা— ছেলে কোটিপতি সুপারস্টার হলেও যশের বাবা অরুণ কুমার এখনও বাস চালান। সম্প্রতি এ তথ্য প্রকাশ্যে আনেন পরিচালক রাজামৌলি।

যশ ও তার পরিবার প্রসঙ্গে পরিচালক রাজামৌলির একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। রাজামৌলি বলেছেন, আমাকে বলা হয়েছিল যশ একজন বাস চালকের ছেলে। আমি জেনে আরও অবাক হয়েছিলাম যে যশের বাবা এখনও বাস চালিয়ে যাচ্ছেন। কারণ তিনি মনে করেন, তার পেশাই তার ছেলেকে তারকা করে তুলতে সাহায্য করেছে।

জানা গেছে, জীবনের প্রথম দিকে যশ যখন পড়াশাোনা ছেড়ে অভিনয় করতে চেয়েছিলো, তখন পরিবারের সম্মতি মেলেনি। তার পরিবার চেয়েছিল যশ আগে পড়াশোনা শেষ করুক তারপরেই পছন্দের পেশা বেছে নিক। কিন্তু যশ পরিবারের সম্মতি ছাড়াই পড়াশোনা ছেড়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন।

পরিচালক রাজামৌলি আরও জানান, যশ যখন অভিনয়ের জন্য বাড়ি ছাড়েন, তার বাবা-মা ভেবেছিলেন কিছুদিনের মধ্যেই ছেলে বাড়ি ফিরে আসবে। বুঝতে পারবে জীবন আসলে কতটা কঠিন। তবে তা আর হয়নি।

জানা যায়, একসময় কোন একটি ছোট্ট চরিত্র পাওয়ার জন্য অপেক্ষা করে থাকতেন যশ। কেজিএফ মুক্তি পাওয়ার পর তার ভাগ্য পরিবর্তন হয়ে যায়।

২০১৬ সালে যশ প্রেমিকা রাধিকাকে বিয়ে করেন। বর্তমানে দুই সন্তান আর্য ও যথার্বকে নিয়ে সুখের সংসার কেজিএফ তারকা যশের।

এসএসএইচ

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন


মন্তব্য করুন

Video